বাংলাদেশ ফিল্ম আর্কাইভে স্বাগতম


বাংলাদেশ ফিল্ম আর্কাইভ তথ্য মন্ত্রণালয়াধীন চলচিচত্র সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ১৯৭৮ সালে ‘ফিল্ম ইন্সটিটিউট এন্ড আর্কাইভ’ নামে এটি প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে ১৯৮৪ সাল থেকে এনাম কমিটির সুপারিশ অনুযায়ী এ প্রতিষ্ঠানটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভ নামে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ১৯৮০ সালে ব্রাসেলস্‌-এ অবস্থিত ফিল্ম আর্কাইভ সমূহের আন্তর্র্জাতিক সংস্থা Federation of International Film Archive (FIAF) এর সদস্য পদ লাভ করে।দেশের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মূলত: সনাতন চলচ্চিত্র ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সামগ্রী সংগ্রহ ও সংরক্ষণসহ চলচ্চিত্র বিষয়ক গবেষনা, প্রকাশনা ও ফিল্ম এপ্রিসিয়েশন কোর্স বাস্তবায়ন করে থাকে। প্রতিষ্ঠানটি খুব ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করলেও বর্তমানে এর কর্মপরিধি ও গুরুত্ব দিন দিন বাড়ছে। বাড়ছে মানুষের আগ্রহও। সাম্প্রতিক বছর গুলোতে দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে ফিল্ম ও মিডিয়া বিষয়ক অনুষদ খোলার প্রেক্ষিতে চলচ্চিত্র বিষয়ক তরুণ গবেষকদের সংখ্যা বাড়ছে। তাদের পদচারনায় মূখরিত হচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ফলে একই সাথে বাড়ছে ফিল্ম আর্কাইভের গুরুত্বও । বাংলাদেশ ফিল্ম আর্কাইভ কর্তৃক বাস্তবায়নাধীন চলমান ভবন প্রকল্প সমাপ্ত হলে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ চলচ্চিত্রমোদী মানুষদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠা, এর লক্ষ্য ও উদ্দেশ্য, কার্যাবলী, পরিচালন নীতিমালা, সিটিজেন চার্টার, গবেষনা, প্রকাশনা, ফিল্ম ভল্ট, সংরক্ষণ ও চলচ্চিত্র প্রদর্শনী সহ সকল বিষয়ে এ সাইট থেকে বিস্তারিত জানা যাবে। আশা করছি, চলচ্চিত্রের প্রতি আগ্রহী মানুষদের এবং একই সাথে আমাদের নতুন প্রজন্মের প্রয়োজনীয় তথ্য ও উপাত্তের চাহিদা পূরণে সক্ষম হবে এ সাইটটি।




গ্রন্থ/চিত্রনাট্য/পোস্টার সংক্রান্ত তথ্য

গ্রন্থ বর্তমান অবস্থা 7005
চিত্রনাট্য বর্তমান অবস্থা 2261
পোস্টার বর্তমান অবস্থা 1575

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যাবলী

১। দেশীয় ও আর্ন্তজাতিক উৎস থেকে চলচ্চিত্র ও চলচ্চিত্র সামগ্রী সংগ্রহ করা। সংগৃহীত চলচ্চিত্র ফিল্ম-ভল্টে নিয়ন্ত্রিত তাপমাত্রায় রক্ষণাবেক্ষণ এবং চলচ্চিত্র সামগ্রী সংরক্ষণ করা।
২। দুসপ্রাপ্য ও ধ্রুপদী চলচ্চিত্র ও চলচ্চিত্র সামগ্রী মুদ্রণ, পুন:মুদ্রণ করা।
৩। দীর্ঘকালীন চলচ্চিত্র সংরক্ষণ এবং শিক্ষা ও গবেষণার জন্য সংগৃহীত চলচ্চিত্র ও চলচ্চিত্র সামগ্রী সময়ে সময়ে পরীক্ষা করা এবং প্রয়োজনে পুন:মুদ্রণ করা।
৪। চলচ্চিত্র সংক্রান্ত গ্রন্থ, সাময়িকী, প্রকাশনা, গানের বই, পোস্টার, প্রচারপত্র, স্থিরচিত্র, পান্ডুলিপি ও আনুষঙ্গিক সামগ্রী সংগ্রহ ও সংরক্ষণ করা।
৫। আর্কাইভের সংগ্রহ থেকে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা।
৬। আর্কাইভ এবং চলচ্চিত্র সংক্রান্ত বিশেষায়িত লাইব্রেরিতে চলচ্চিত্রসেবীদের পড়াশুনার সুযোগ সমপ্রসারণ করা।
৭। চলচ্চিত্রের উপর সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, সভা ইত্যাদির আয়োজন করা।
৮। দেশে বিদেশী ছবি এবং বিদেশে দেশীয় ছবি প্রদর্শনের জন্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করা।
৯। চলচ্চিত্র সংক্রান্ত বিষয়ে গবেষণা ও প্রকাশনার ব্যবস্থা করা।